Pages

Grameenphone

3G মোডেম অফার
গ্রামীণফোন নিয়ে এলো ইন্টারনেটের সেরা অফার। এখন থেকে যেকোনো গ্রামীণফোন গ্রাহক মাত্র ১৪৪৯ টাকায় যেকোনো গ্রামীণফোন সেন্টার অথবা গ্রামীণফোনের যেকোনো বিক্রয় কেন্দ্র থেকে 3G মডেম ক্রয় করতে পারবেন এবং প্রতিটি নতুন মডেম এর সাথে একটি সক্রিয় গ্রামীণফোন সিম ট্যাগিং এর মাধ্যমে ৪জিবি থ্রিজি ডাটা পাবেন মাত্র ৪০০ টাকায় (১৫%ভ্যাট প্রযোজ্য)।

অফারের বিস্তারিতঃ

  • যেকোনো গ্রামীণফোন গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
  • অফারটি ২৩ ফেব্রুয়ারি তারিখ থেকে আরম্ভ হয়ে পরবর্তী ২ মাস চলবে।
  • গ্রাহকের যেকোনো একটি সক্রিয় গ্রামীণফোন সংযোগ থেকে তার নতুন কেনা মডেমের সাথে সফলভাবে ট্যাগিং করতে হবে।
  • ট্যাগিং করার জন্য মডেমের মেসেজ অপশন থেকে “M Offer” লিখে 5050 নম্বরে পাঠিয়ে দিন (এসএমএস চার্জ ফ্রি)।
  • সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে যেকোনো নতুন অথবা পুরাতন নাম্বার এর ট্যাগিং সফলভাবে সম্পন্ন হবে। ট্যাগিং সফল হলে গ্রাহক একটি কনফার্মেশন এসএমএস পেয়ে যাবেন।
  • ট্যাগিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্যাকেজ চালু করতে “Yes” লিখে 5050 নম্বরে পাঠান (এসএমএস চার্জ ফ্রি)।
  • অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক একটি মডেমের জন্য সর্বোচ্চ ১০ বার এই অফারটি উপভোগ করতে পারবেন।
  • গ্রাহক সফল ট্যাগিং এর দিন থেকে পরবর্তী ৩ মাস ধরে এই অফার এর আওতায় থাকবেন এবং সর্বমোট ১০ বার ৪জিবি থ্রিজি ইন্টারনেট প্যাকেজটি ৪০০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য) গ্রহণ করতে পারবেন।
  • প্যাকেজ এর স্পীড টায়ার হবে ৫১২ কেবিপিএস।
  • গ্রাহককে সিম এবং মডেম একসাথে ব্যবহার করতে হবে। একটি মডেম থেকে একটি সিম এর জন্যই এই অফারটি পাওয়া যাবে।
  • যদি কোনো গ্রাহক প্যাকেজ এর মেয়াদ শেষ হবার আগে ৪জিবি শেষ করে ফেলেন সেক্ষেত্রে ১ পয়সা/কেবি হারে চার্জ করা হবে।
  • এই অফার এর ক্ষেত্রে অটো রিনিউয়্যাল ফিচার প্রযোজ্য হবেনা। প্যাকেজ এর মেয়াদ শেষ হলে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাবে এবং ডিসকাউন্টেড প্যাকেজ চালু করতে হলে প্রতিবার গ্রাহককে এসএমএস পাঠাতে হবে।
  • যদি কোনো গ্রাহক পূর্ববর্তী ভলিউম বেজড প্যাকেজ (2G 3MB, 3G 4MB, 3G 75MB & 3G 250MB ছাড়া) এর অব্যবহৃত এমবি থাকা অবস্থায় এই প্যাকেজ চালু করেন তাহলে অব্যবহৃত এমবি এই প্যাকেজ এর সাথে যোগ হয়ে যাবে (শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকদের ক্ষেত্রে)।
  • প্রতিবার নতুন প্যাকেজ নেয়ার জন্য এসএমএস পাঠানোর সময় একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
  • যেকোনো নম্বর থেকে ইন্টারনেট ব্যালেন্স জানতে হলে *567# নম্বর এ ডায়াল করতে হবে।
  • মেয়াদ শেষ হওয়ার আগে প্যাকেজটি বন্ধ করতে চাইলে “Stop” লিখে 5000 নম্বরে পাঠাতে হবে (এসএমএস চার্জ ফ্রি)।
  • মোডেম এর বিক্রয়োত্তর সেবার জন্য গ্রাহকদেরকে ZTE/Huawei এর গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

Discountable Call Rate on Polly Phone


পল্লীফোন এখন আরও সাশ্রয়ী
গ্রামীণফোন-এর পল্লীফোন গ্রাহকগণ এখন যেকোন লোকাল নম্বরে দিন রাত ২৪ ঘন্টা মাত্র ৭৯ পয়সা/মিনিট কল রেট উপভোগ করতে পারবেন আর সাথে থাকছে ১ সেকেন্ড পাল্‌স।
আর্কষণীয় এই কল রেটের পাশাপাশি ৫০ টাকা বা তার বেশি রিচার্জে ১০% তাৎক্ষনিক বোনাস – যত খুশি তত বার! এছাড়াও এককালীন ৩০০ টাকা রিচার্জ করলে ১৫ দিন ২৪ ঘন্টা যেকোন গ্রামীণফোন নম্বরে মাত্র ৫৫ পয়সা/মিনিট ও অন্য অপারেটরে ৭৫ পয়সা/মিনিট উপভোগ করতে পারবেন।
শর্তাবলীঃ
  • সকল পল্লীফোন গ্রাহকগণ নতুন এই কল রেট উপভোগ করতে পারবেন।
  • নতুন গ্রাহকগণ সিম চালু করার পর থেকেই এই ৭৯ পয়সা/মিনিট কল রেট প্রযোজ্য হবে।   
  • বর্তমান পল্লীফোন গ্রাহকদের এই কল রেট উপভোগ করার জন্য *479*1# (ফ্রি) ডায়াল করতে হবে।
  • রিচার্জ বোনাসের মেয়াদ ৭ দিন।
  • বোনাস ব্যবহার করা যাবে যেকোন লোকাল নম্বরে (৪৯ পয়সা বা তার কম রেট ব্যতীত)।
  • বোনাস ব্যালেন্স *566*2#   ডায়াল করে দেখা যাবে।
  • ৩০০ টাকার অফারটি চালু করার জন্য রিচার্জের পর *111*40*1# (ফ্রি)  ডায়াল করতে হবে।
  • ৩০০ টাকার অফারটিতে ১০ সেকেন্ড পাল্‌স প্রযোজ্য।
  • ৩০০ টাকার অফারটি বন্ধ করতে চাইলে *111*40*2#  (ফ্রি) ডায়াল করতে হবে।        
  • ১৫% ভ্যাট প্রযোজ্য।

Get Net Offer!

যেসকল গ্রাহক জিপি ইন্টারনেট-এ ফান উপভোগ করছেন না, তাদের জন্যই গ্রামীণফোন চালু করছে দারুণ একটি ‘গেট নেট’ 3G অফার। এই ক্যাম্পেইন চলাকালীন, গত ৩০ দিনে ৫ এমবি-এর চেয়েও কম ইন্টারনেট ব্যবহার করছেন এমন গ্রাহকদের জন্য থাকছে ১ জিবি 3G ইন্টারনেট মাত্র ৯৯ টাকায় এবং ২৫০ এমবি মাত্র ৪৯ টাকায়

অফারের শর্তাবলী:

  • অফারটি শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • গ্রাহককে বিভিন্ন অ্যাক্টিভেশন প্রসেস ফলো করতে হবে
    • ১ জিবি-এর জন্য ‘1GB’ লিখে ৯৯৯৯ নম্বরে এসএমএস করতে হবে
    • ২৫০ এমবি-এর জন্য ‘250MB’ লিখে ৯৯৯৯ নম্বরে এসএমএস করতে হবে
  • এই প্যাকেজটির স্পীড টায়ার হচ্ছে ৫১২ কেবিপিএস
  • যে সকল গ্রাহকের কোনো ইন্টারনেট প্যাকেজ নেই কিংবা গত ৩০ দিনে ৫এমবি-এর চেয়েও কম ইন্টারনেট ব্যবহার করছেন, শুধুমাত্র তাদের জন্যই এই অফার
  • যেসকল গ্রাহক ডিসেম্বর ২০১৪-এর মধ্যে ৫ এমবি-এর চেয়েও কম ইন্টারনেট ব্যবহার করছেন তারাও এই অফার উপভোগ করতে পারবেন
  • ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি প্যাক নিতে পারবেন
  • ১ জিবি 3G অফারের মেয়াদ ১০ দিন, ২৫০এমবি 3G অফারের মেয়াদ ৫ দিন
  • এই প্যাকেজে কোনো অটো-রিনিউয়াল ফিচার কাজ করবে না
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *৫৬৭#
  • মেয়াদ শেষে অতিরিক্ত ব্যবহারের জন্য ১ পয়সা প্রতি কিলোবাইট হিসেবে চার্জ কার্যকর হবে
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্তু উপরে উল্লেখিত ট্যারিফ একটি সাময়িক প্রমোশনাল অফারের জন্য
  • যদি গ্রাহক অন্য একটি ডাটা প্যাক-এ থাকা অবস্থায় এই নতুন ডাটা প্যাকটি নিয়ে থাকেন, তাহলে নতুন ডাটা প্যাকের শর্তাবলী (দাম, ভলিউম, মেয়াদকাল এবং অন্যান্য সব শর্তাবলী) প্রযোজ্য হবে এবং পূর্ববর্তী অব্যবহৃত ডাটা প্যাক (যদি থাকে) বাতিল হয়ে যাবে
  • স্পীড টায়ার হচ্ছে একটি নির্দিষ্ট স্পীড টায়ারের সর্বোচ্চ সীমা। গড় স্পীড একাধিক ফ্যাক্টরের উপর নির্ভর করবে, যেমন: হ্যান্ডেসেট, ওয়েবসাইট, বিটিএস থেকে দূরত্ব ইত্যাদি
  • 3G স্পীড শুধুমাত্র 3G আওতাভুক্ত এলাকার জন্য প্রযোজ্য
  • গ্রামীণফোন ইন্টারনেট শর্তাবলী সকল ইন্টারনেট প্যাকেজের জন্য প্রযোজ্য
  • সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

3 MB And 2 MMS Free (Grameenphone)

Grameenphone  Provide 3 MB And 2 MMS Free To Their Value Added Customer.

All Customer Are Eligible For This Free Data And MMS Offer!

Offer Details:

How To Register For This Free Data Offer?

Subscriber need To Dial *999*1# To Register Full Free For The Bonus Offer!

Bonus Data And Validity Check: *566*10# or, *567#

Bonus MMS And Validity Check: *566*14#

Validity of free internet and MMS are 3 Calendar Days.

 If You Dial *999*1# Then Receive A Message That, Sorry, You Are Not Eligible For This Free offer. Or, This Registration is Valid for 1st Time Registration only.

Then Yu Need To Stop Your Internet Package  And Need To Try Again. To Stop your internet package, Type STOP And Send to 9999. 
All Free Internet Offer

Grameenphone Target Bonus

 GP তে প্রতি সপ্তাহে একদম  Free 100MB করে ইন্টারনেট ডাটা ও 100টি করে SMS. এই পোস্ট টি আগে ভালোভাবে বুঝে পড়েন, বুঝতে পারলে অবশ্যই আপনি 100MB ও 100SMS করে প্রতিসপ্তাহে ফ্রী পাবেন,  *999*2# ডায়াল করে রেজিস্ট্রেশন করুন, সাথে সাথেই 5MB, 5SMS ও 5MMS পেয়ে যাবেন* যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে নতুন করে আর রেজিঃ করতে হবে না* এখন কথা হলো, রেজিঃ করার পর ফিরতি মেসেজে একটা টার্গেট দেওয়া হয়, কাউকে 1টাকা, কাউকে 2 বা 3 অথবা 5টাকা.................... তখন আপনাকে খেয়াল
করতে হবে, আপনাকে কত টাকার টার্গেট দিয়েছে*
ধরুন, আপনাকে 3টাকার টার্গেট দিয়েছে শুক্রবারে 3টাকার কথা বলার সাথে সাথেই আপনি পাবেন 50MB ও 50SMS অনুরূপভাবে শনিবারেও 3 টাকার কথা বললে আপনি সমপরিমাণের
SMS ও MB পাবেন* টার্গেটের কত টাকা কথা বলেছেন, চেক করতে ডায়াল *577*17#, MB check *566*10#, SMS check *566*2#

60 MB Data Free (Grameenphone)

Grameenphone Bring 60 MB Free Data For All Value Added Subscriber.
Just need to complete two step to get 60 Megabyte Free.
First Step- You Need To Stop Your Current Data Plan. To Stop Your Data Plan, Type “STOP” And Send it to 5000;
When You will get the Conformation message that your internet subscription has successfully deactivated.
Then You need to complete your second step. Just Type “GIFT248YY” And Send the Message to 9999
After Finishing to sending message, you will get 60 MB Data obstinately Free.
To check Data And it’s Validity, Just dial *566*10#

To Get All Free Data Offer- Click here

Useful & Simple Contact information


No.DescriptionCharges
121Customer Service for QueryTk 0.50 /Minute
158Customer Service for ComplaintFree
inst@bill.grameenphone.comGet postpaid bill update instantly. Send mail with mobile number and Account ID number in subject with # as separator [e.g 017xxxxxxxx#1.1xxxxxxx ]Free
insta.service@grameenphone.comCustomer Service for Query, Request and ComplaintFree
http://www.grameenphone.com/customer-service/online-customer-serviceChat with Customer Service LiveFree
1711594594Hotline for calling from other operator numbersAs per operator's tariff
1700100121Customer Service hotline for GP customers while in roamingAs per roaming networks tariff
1200Mobicash Service & Nirvoy InsuranceTk 0.50 /Minute
789HealthLineTk. 5 /Minute
4000Welcome Tune ServiceTk 0.75 /Minute
4040Music Radio ServiceTk. 0.30 /Minute
4444Migration: Nishchinto, Bondhu, Djuice, AmontronFree
121111Bill Information: In BanglaTk 0.50 /Minute
121211Bill Information: In EnglishTk 0.50 /Minute
121112Internet Pack Information: In BanglaTk 0.50 /Minute
121212Internet Pack Information:In EnglishTk 0.50 /Minute
1211213G Data Pack Information & Activation:In BanglaTk 0.50 /Minute
1212213G Data Pack Information & Activation:In EnglishTk 0.50 /Minute
121122EDGE Data Pack Information & Activation: In BanglaTk 0.50 /Minute
121222EDGE Data Pack Information & Activation: In EnglishTk 0.50 /Minute
12113Campaign Information: In BanglaTk 0.50 /Minute
12123Campaign Information: In EnglishTk 0.50 /Minute
12114Welcome Tune Service:In BanglaTk 0.50 /Minute
12124Welcome Tune Service:In EnglishTk 0.50 /Minute
12115Value Added Service: In BanglaTk 0.50 /Minute
12125Value Added Service: In EnglishTk 0.50 /Minute
121151SMS based Services: In BanglaTk 0.50 /Minute
121251SMS based Services: In EnglishTk 0.50 /Minute
121152Friends & Family Service: In BanglaTk 0.50 /Minute
121252Friends & Family Service: In EnglishTk 0.50 /Minute
121153Missed Call Alert Service: In BanglaTk 0.50 /Minute
121253Missed Call Alert Service:In EnglishTk 0.50 /Minute
121154Call Block Service: In BanglaTk 0.50 /Minute
121254Call Block Service: In EnglishTk 0.50 /Minute
121155Lost Phone Service:In BanglaTk 0.50 /Minute
121255Lost Phone Service: In EnglishTk 0.50 /Minute
121156Backup SIM Service:In BanglaTk 0.50 /Minute
121256Backup SIM Service: In EnglishTk 0.50 /Minute
12116Postpaid & Prepaid Package Information: In BanglaTk 0.50 /Minute
12126Postpaid & Prepaid Package Information: In EnglishTk 0.50 /Minute
12117My IVR Service: In BanglaTk 0.50 /Minute
12127My IVR Service: In EnglishTk 0.50 /Minute
* 10 second pulse will be applicable for above tariffs.
* All tariffs mentioned here are 15 % VAT applicable

How to be STAR?

  • To be a STAR Customer you must be with Grameenphone for a considerable duration of time with certain minimum usage
  • Once you become a STAR Customer, your STAR status will be valid for 3 months. The STAR Status will be reviewed every 3 months
  • If you are not yet in the STAR program, your eligibility will be checked every month
Eligibility Matrix
There are four tiers of Grameenphone STAR Program: Platinum Plus, Platinum, Gold & Silver.
The Eligibility Matrix below shows how much a customer have to use to become a Silver, Gold, Platinum or Platinum Plus STAR Customer, based on the duration of stay with Grameenphone.
Years of stay with GrameenphoneLast three months average usage (BDT) to become STAR
SilverGoldPlatinumPlatinum Plus
13+N/AN/A5013001
7 to 12N/A5011,001
5 to 65011,0011,501
45011,0012,001
31,0011,5012,501
21,0012,001--
12,001----
6m+ to 1yr2,001----
Less than 6mN/AN/AN/AN/A
*GPPP, Village Phone, BPO, ERS customers are excluded from this offer
Benefits for Grameenphone STAR
Grameenphone has arranged an array of benefits/privileges for its STAR customers. Best benefits are offered to its top tier i.e. Platinum Plus & subsequently to Platinum, Gold & Silver STAR customers
ItemsPlatinum PlusPlatinumGold Silver
20% Off at Retail Shop (AGORA)
Privilege at BALAKA Lounge (Shahjalal Int'l Airport)
Platinum Plus Banking with Eastern Bank Limited
Executive Health Check-up (United/LABAID in Dhaka, Gazi Medical College, Khulna & IBN Sina Hospital, Sylhet)
Invitation in Exclusive Events with Foreign Artists
Surprise Gifts
Complementary 5 Star Dine (The Westin & Dhaka Regency Hotel & Resort)
Premier Club Member (Dhaka Regency Hotel & Resort)
Handset (Smart Phone/New Model) Purchase in Less Price
Regional Events (Music/Movie/Drama/Iftar)
Discount on Life Style Offers

Reactivate Inactive Sim


Non-Stop Internet Free!
Reactivate Inactive Sims and …
If your prepaid SIM is inactive from 22nd September 2014 or before, reactivate to enjoy 3G Internet at nonstop 2Mbps speed (from 12:00 AM to 10:00 AM) as well as 2000 GP-GP SMS for only BDT 14.
  • The Campaign will run from 04 December 2014 to until further notice
  • All GP pre-paid subscribers (except ERS Numbers) who are not using their connections since 22 September 2014 or before will be able enjoy this offer.  
  • To check the offer eligibility send an SMS to “Dec <space> 017XXXXXXX” to 9999.
  • Unregistered customers and who are not using their connections since inception to 31-Dec-2009 is not eligible for this offer.
  • During the ongoing offer, for a BDT 14 recharge, customers will receive ‘Free Nonstop 3G Internet at 2MbPs speed’, the validity of which is until the offer expires (maximum 30 days) and 2000 GP-GP SMS, validity for 2 days (including the day the offer is given)
  • Free Internet and SMS will be activated within 72 hours of the recharge       
  • Free Internet and SMS can be taken multiple times, maximum once every five days (the fifth day from the day of receiving the bonus)
  • Free Nonstop internet usage time is 12:00 AM to 10:00 AM
  • From 10:01 AM to 11:59 PM Internet usage fee of BDT 0.50/MB is applicable.
  • For usage of 3G Internet in free nonstop 2 Mbps speed Fair Usage Policy will be applicable after consumption of 2GB data
  • Auto Renewal is applicable. To stop auto renewal feature, type OFF & Send to 5000 number
  • Recharged 14taka will add up in the main account for any purpose usage
  • Disconnected pre-paid customers need to reactive their inactive sims by using the scratch card first. After that, they will be able to enjoy free bonus by recharging 14 taka recharge.       
  • To check the usage 3G Internet volume and validity, dial *567*2# and to check the GP-GP SMS
  • Maximum Internet speed will be 2 Mbps for free Internet. Speeds tiers refer to maximum ceiling of the respective speed tier. Average likely speed will depend on multiple factors such as handset used, website visited, and distance from BTS etc. Internet speed only applicable for area which falls under 3G coverage zone
  • Other tariffs and service charge is applicable
Up to 100% bonus:
  • This offer is valid for users who use Nishchinto, Smile, Apon, djuice, Bondhu, Amontron, Shohoj and Spondon products
  • Users who have activated their SIMS after 10th November, 2014 and those who have inactive SIMS since then cannot avail this offer
  • Each customer will be notified of their recharge amount and bonuses through SMS
  • The desired bonus is available and can be used for GP-GP calls (excluding all FnF and community calls) from 9AM to 5PM
  • To know the Bonus balance and its deadline, dial *566*9# (Free)
  • To know the recharge target of this offer, dial *444*1*2# (Free)
  • During the ongoing period of this offer, enjoy the benefits as many times as you desire
  • This offer will run from 1st December, 2014 until further notice

Modem

Grameenphone has introduced a new generation high-speed Internet modem capable of supporting GPRS/EDGE/UMTS/HSDPA. This is a multi-mode wireless terminal with which you can browse Internet, send/receive messages/emails and use voice services without requiring wired connections. The new Grameenphone Internet Modem is a faster, reliable and easy to use device. A lanyard attaches the modem to its cap, eliminating any chance of losing the modem cap.

Smart modem comes with the following features:

  • Slim, Compact & Handy Design: Dimensions (L×W×H)- 88.7mm * 27.2mm * 10.5mm; Weight: 21 grams
  • Convenient & Easy User Interface: Preloaded GP Internet Settings, Recharge through Scratch Card & Internet Package Activation options
  • State-of-the-art Coverage: Compatible with HSUPA/HSDPA/UMTS/EDGE/GPRS/GSM
  • Wide-spread Network Support: Supports EDGE/GPRS/GSM 1900MHz/1800MHz/900MHz/850MHz
  • Fast Data Rates: HSDPA data service of up to 7.2Mb/s, HSUPA data service of up to 5.76Mbit/s, GSM CS: UL 9.6kbps/DL 9.6kbps, GPRS: Multi-slot Class 10, EDGE: Multi-slot Class 12, WCDMA CS: UL 64kbps/DL 64kbps, WCDMA PS: UL 384kbps/DL 384kbps
  • Extensive PC Compatibility: Supports Windows XP SP2/SP3, Windows Vista SP1/SP2, Windows 7, Windows 8, Mac OS X 10.5/10.6 with latest upgrades & Linux
  • Additional Features:
    • MicroSD Card Reader: Supports up to 32GB
    • Simple Installation-Plug and Play (PnP)
    • Supports SMS & USSD Service
    • USB interface: supporting USB 2.0 high speed

Price:

Now Grameenphone Internet modem is available for BDT 1449 only and price of router is BDT 3945 only. The price of prepaid Internet SIM is BDT 150 and post-paid is BDT 200.

After Sales Service

The modem comes with two years replacement warranty and very efficient & promising after sales service. Within the warranty period, a subscriber with faulty modem can avail a support modem from the nearest Grameenphone Center during the time of service. Customers can avail after sales service from Grameenphone Centers & Service Centers given below.

Prepaid Migration

Sl.Previous PackageChanged PackagePrice & charges
1SmileAaponFree
ShohojFree
BondhuFree
DjuiceFree
Xplore350
BS prepaidFree*
BS Postpaid450
AaponFree
2DjuiceShohojFree
BondhuFree
DjuiceFree
Xplore350
BS prepaidFree*
BS Postpaid600
SmileN/A
3XploreDjuiceN/A
Shohoj100
Adj Djuice100
BS prepaidFree
BS PostpaidFree *
4BS PostpaidBS PrepaidFree
5BS PrepaidBS Postpaid350

Quick Serviceses Through 121 IVR

Quick Service through 121 IVRServicesDescriptionCharges
Billing InformationPostpaid Billing InformationDial 121111 (Bangla) or 121211 (English)121 IVR charge is 50 paisa per minute with 10 second pulse and regular service activation charge will be applicable.
Prepaid Billing InformationDial 121111 (Bangla) or 121211 (English)
Internet Pack InformationInternet ServiceDial 121112 (Bangla) or 121212 (English)
3G Data Pack Information & ActivationDial 121121 (Bangla) or 121221 (English)
512 kbps PackageDial 121121 (Bangla) or 121221 (English) and then press 1 for 512 Kbps Packages
1mbps PackageDial 121121 (Bangla) or 121221 (English) and then press 2 for 1Mbps Packages
512 kbps Heavy Internet PackageDial 121121 (Bangla) or 121221 (English) then press 1 for 512 Kbps Package options and then press 1 to activate Heavy Internet Package
512 kbps 2GB PackageDial 121121 (Bangla) or 121221 (English) then press 1 for 512 Kbps Package options and then press 2 to activate 2GB Package
512 kbps Smart PlansDial 121121 (Bangla) or 121221 (English) then press 1 for 512 Kbps Package options and then press 3 to activate Smart Plans
512 kbps 75 MB Mini PackDial 121121 (Bangla) or 121221 (English) then press 1 for 512 Kbps Package options and then press 4 to activate 75 MB Mini Package
512 kbps 1GB PackageDial 121121 (Bangla) or 121221 (English) then press 1 for 512 Kbps Package options and then press 5 to activate 1GB Package
512 kbps 250 MB Mini PackDial 121121 (Bangla) or 121221 (English) then press 1 for 512 Kbps Package options and then press 6 to activate 250 MB Mini Pack
512 kbps 3G Click PackageDial 121121 (Bangla) or 121221 (English) then press 1 for 512 Kbps Package options and then press 7 to activate 3G Click Package
1mbps Heavy Internet PackageDial 121121 (Bangla) or 121221 (English) then press 2 for 1Mbps Package options and then press 1 to activate Heavy Internet Package
1mbps 2GB PackageDial 121121 (Bangla) or 121221 (English) then press 2 for 1Mbps Package options and then press 2 to activate 2GB Package
1mbps Smart PlansDial 121121 (Bangla) or 121221 (English) then press 2 for 1Mbps Package options and then press 3 to activate Smart Plans
1mbps Night time Heavy Internet PackDial 121121 (Bangla) or 121221 (English) then press 2 for 1Mbps Package options and then press 4 to activate Night Time Heavy Internet Pack
EDGE Data Pack Information & ActivationDial 121122 (Bangla) or 121222 (English)
Handset Browsing PackageDial 121122 (Bangla) or 121222 (English) and then press 1 for Handset Browsing Packages
Desktop/Laptop Browsing PackageDial 121122 (Bangla) or 121222 (English) and then press 2 for Desktop/Laptop Browsing Packages
Handset Browsing 9MB PackageDial 121122 (Bangla) or 121222 (English) and press 1 for Handset Browsing Package options and then press 1 to activate 9MB Package
Handset Browsing 25MB PackageDial 121122 (Bangla) or 121222 (English) and press 1 for Handset Browsing Package options and then press 2 to activate 25MB Package
Handset Browsing 2GB PackageDial 121122 (Bangla) or 121222 (English) and press 1 for Handset Browsing Package options and then press 3 to activate 2GB Package
Handset Browsing 1paisa per KB PackageDial 121122 (Bangla) or 121222 (English) and press 1 for Handset Browsing Package options and then press 4 to activate 1paisa per KB Package
Desktop/Laptop Heavy Internet Browsing PackageDial 121122 (Bangla) or 121222 (English) and press 2 for Desktop/Laptop Browsing Package options and then press 1 to activate Heavy Internet Browsing pack
Desktop/Laptop 3GB PackageDial 121122 (Bangla) or 121222 (English) and press 2 for Desktop/Laptop Browsing Package options and then press 2 to activate 3GB package
Desktop/Laptop 2GB PackageDial 121122 (Bangla) or 121222 (English) and press 2 for Desktop/Laptop Browsing Package options and then press 3 to activate 2GB package

VAS Deactivation

Below are the list of port numbers (third party content providers) for which customers can deactivate the relevant service(s) by sending SMS with keyword STOP ALL:
SL NoCP NamePort/ Short Codes
1Adbox Bangladesh16265
2Arena Mobile16231
3B2M Technologies53535656
4BDNEWS2422000
5BINBIT16261
6EBS463646636
7DNS7464
8Gakk Media16235
9G-tech4878
10I-information2332
11Inforev22332244266530034001
12Miaki VAS Ltd313136369090
13MMS Service99349933
14Mobile Multimedia2255665216251
15Multi-Sourcing3333335516215
16NextNet47472323
17SSD Tech2580
18SSL Wireless2666595916232
19SSLE60606161
20True & Workstation23452355277857572002
21TTBC27772700
22VU Mobile66246625
23Live Technologies2877716279
24Live Entertainment16316
25Mir Technologies16258
26Symbiotic16292
27Three R Enterprise16301

GP APP

GP APP – Mobile Self Service
GP App is a useful mobile application for the prepaid and postpaid customers of Grameenphone which helps you to check prepaid balance or postpaid bill status, data volume and expiry date of internet packages, activate or deactivate different GP services and many more from one single place!

GP App makes it easy to:

  • Check status of current prepaid package and migration
  • View, add, or change FnF numbers
  • Check STAR status
  • Balance Transfer
  • Activate different Internet packages
  • Activate/deactivate Missed Call Alerts
  • Activate/deactivate different Value Added Services
  • Download wallpapers, ringtones, and mobile applications

Supported Platforms:

GP App currently supports J2ME, Android, and Blackberry platforms.

How to download:

Go to www.getjar.com/GPApp from your mobile device to download GP App on your device. Android and Blackberry users can also download GP App from Google Play and Blackberry App World respectively.

Download Links:

Charges:

GP App is free to use for all Grameenphone customers. However, data charges will be applicable to download and use the app as per your subscribed internet package

All Prepaid Pakage

Djuice

TK.200
New djuice price plan from Grameenphone Ltd. is designed with the Youth in mind!
FnF: 10 FnF
GP to GP: 20 Paisa/ 10 second, Community: 10 paisa/ 10 second
Pulse: 10 second
SMS: 50 Paisa/SMS

Nishchinto

TK.200
Grameenphone prepaid package comes with this Package. It Offers you flat rate of 15 paisa per 10 second for 24 hours.
FnF: N/A
GP to GP: 15 paisa/10 second
Pulse: 10 second
SMS: 50 Paisa / SMS

Bondhu

N/A
This package with the highest number of F&Fs allows you to talk to your near and dear ones at the lowest rate.
FnF: 1 Super FnF & 17 FnF
GP to GP: 5 paisa/10 second (Super FnF)
Pulse: 10 second
SMS: 50 Paisa / SMS
 Start-up price is BDT 200
1 Super F&F (GP-GP) Number (24 hours): 5 paisa/10 second
  • GP - Other operators (24 hours): 11 paisa / 10 second
  • GP- GP (24 hours): 20.5 paisa / 10 second
  • 10 second pulse 


FnF: 3 FnF
GP to GP: 12 paisa/ 10 second (12am–8am)
Pulse: 10 second
SMS: 50 Paisa / SMS

FnF: N/A
GP to GP: 19.17 paisa/ 10 second
Pulse: 10 second
SMS: 50 Paisa / SMS

FnF: N/A
GP to GP: 14.17 paisa/ 10 second
Pulse: 10 second
SMS: 50 Paisa/SMS

FnF: N/A
GP to GP: 2.12 paisa/ second
Pulse: 1 second
SMS: 50 Paisa/SMS

Grameenphone Private Recharge

আপনি না চাইলে আপনার নম্বরটি আর কেউ জানবে না, আছে গ্রামীণফোনের প্রাইভেট রিচার্জ!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সম্মানিত গ্রাহকদের জন্য, বিশেষ করে রিচার্জ বা বিল পেমেন্টের সময় যারা তাদের নম্বরটি কারো কাছে প্রকাশ করতে চান না, তাদের জন্য গ্রামীণফোন নিয়ে এসেছে বহু প্রতীক্ষিত সার্ভিস- প্রাইভেট রিচার্জ!
এই সার্ভিসের আওতায় ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহক একটি স্বতন্ত্র পিন কোড পাবেন এবং এই পিন দিয়েই তিনি তার প্রয়োজনীয় রিচার্জ বা বিলপে করতে পারবেন, কোন মোবাইল নম্বরের প্রয়োজন হবে না সরবরাহকৃত পিনটি সর্বোচ্চ ১০ ডিজিটের হবে এবং সেটি অবশ্যই ৭ দিয়ে শুরু হবে
প্রাইভেট রিচার্জের অপশনগুলো হচ্ছে-
  • প্রথমত প্রাইভেসি কোড জেনারেট করা
  • দ্বিতীয়ত প্রাইভেসি কোড রিট্রিভ করা এবং
  • তৃতীয়ত, প্রাপ্যতা সাপেক্ষে প্রাইভেসি কোড পরিবর্তন বা মডিফাই করা
প্রাইভেসি কোড বা পিন পাওয়ার নিয়মটি হলো: RPC লিখে ৫২৫২ নম্বরে SMS করতে হবে
প্রাইভেসি কোড রিট্রিভ করার প্রক্রিয়া:RTPC লিখে ৫২৫২ নম্বরে SMS করতে হবে
প্রাইভেসি কোড পরিবর্তন বা মডিফাই করার প্রক্রিয়া:
CPC লিখে স্পেস দিয়ে পুরাতন প্রাইভেসি কোড লিখে স্পেস দিয়ে কাক্সিক্ষত প্রাইভেসি কোড লিখে ৫২৫২ নম্বরে SMS পাঠাতে হবে
প্রাপ্যতা সাপেক্ষে কাক্সিক্ষত কোডটি পাঠানো হবেআর কাক্সিক্ষত কোডটি না পাওয়া গেলে সিস্টেম একটি নতুন কোড জেনারেট করে পাঠিয়ে দেবে

No comments:

Post a Comment